ব্যাপক বোমাবাজি ও ভাংচুরের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত
শামীম উন বাছির:: ব্যাপক বোমাবাজি ও গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল হয়েছে। হরতালে দূরপাল্লার কোন যানবাহন ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেনি বা আসেনি। তবে শহরের প্রধান প্রধান সড়কে সীমিত আকারে হালকা যানবাহন চলাচল করে। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শহরের কলেজ গেইট, রেল গেইট, কালীবাড়ি মোড়, কান্দিপাড়া, টিএ রোড, কাউতলী মোড়, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, মাজার গেইট, টেংকের পাড়, কুমারশীল মোড়, ফকিরাপুল ব্রীজ এলাকায়, শিমরাইলকান্দি, পাওয়ার হাউজ রোডে শতাধিক হাত বোমার বিষ্ফোরণ ঘটায় হরতালকারীরা। এসময় ১০টি ব্যাটারি চালিত অটোরিক্সা ভাংচুর চালায়। বুধবার রাতে শহরের বিভিন্ন পয়েন্টে প্রায় শতাধিক হাত বোমার বিষ্ফোরণ ঘটায় র্দুবৃত্তরা। এসময় একটি প্রাইভেটকার ভাংচুর চালায়। এর আগে পৈরতলা রেলগেইটে একটি পণ্যবোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। সকালে কাউতলী মোড়ে পিকেটিং করার সময় জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জুকে গ্রেফতার করে পুলিশ। অবরোধ, হরতাল এবং গ্রেফতারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে ২০ দলীয় সমর্থিত আইনজীবিরা। জেলা আইনজীবি সমিতির সিনিয়র সহ সম্পাদক এডঃ মোঃ আবিদ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এডঃ তরিকুল ইসলাম খান রুমা, এডঃ আরিফুল হক মাসুদ প্রমুখ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত ১৮জনকে গ্রেফতার করা হয়েছে।