ব্রাহ্মণবাড়িয়ায় হরতালে ব্যাপক হাতবোমার বিষ্ফোরণ, রেল কন্ট্রোল রুম, অধ্যক্ষের কক্ষে বোমার বিষ্ফোরণ
শামীম উন বাছির::কেন্দ্রীয় ছাত্রদলের ডাকা হরতালে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় দেড় শতাধিক হাত বোমার বিষ্ফোরনের ঘটনা ঘটে। দূর পাল্লার কোন যানবাহন চলাচল না করলে শহরে মধ্যে বেশ কিছু অটোরিক্সা, রিক্সা চলাচাল করে। দুপুর ১২টার দিকে হরতাল সমর্থনে জেলা ছাত্রদলের সভাপতি ইয়াছিন মাহমুদ, সাধারন সম্পাদক শামীম মোল্লার নেতৃত্বে টিএ রোডে বিক্ষোভ মিছিল নিয়ে পাওয়ার হাউজ রোডে যাবার সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ হরতালকারীদের ছত্রভংগ করতে অর্ধশতাধিক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনুর রহমান ও সদর থানার এএসআই মোঃ মেহেদী হাসান পিস্তল হাতে হরতালকারীদের ধাওয়া করে। হরতালকারীরাও বৃষ্টির মত হাত বোমার বিষ্ফোরণ ঘটায়। ভাংচুর চালায় ৮টি ব্যাটারিচালিত অটোরিক্সা। এছাড়া শহরের কাউতলী মোড়, ডাকবাংলোর মোড়, রেলগেইট, কান্দিপাড়া, কুমারশীল মোড়, মাদ্রাসা মোড়, ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড, মধ্যপাড়া বাসস্ট্যান্ড, পৈরতলা বাসস্ট্যান্ড, ঘাটুরা মোড়, টেংকের পাড়, জেল রোডসহ বিভিন্ন স্থানে শতাধিক হাত বোমার বিষ্ফোরণ ঘটায় হরতালকারীরা। এদিকে সকালে রেলষ্টেশনের কন্ট্রোল রুমের ভিতরে ২টি এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষের কক্ষে ২টি হাত বোমার বিষ্ফোরণ ঘটে। দুপুর ২টায় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ৬টি হাতবোমার বিষ্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে বাসসহ ৫টি যানবাহন ভাংচুর চালায় হরতাল সমর্থকরা।