Main Menu

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন—- জেলা প্রশাসক

+100%-

বিশেষ প্রতিনিধি:: রোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ১২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক মেজর মোঃ তছলিম উদ্দিন পিএসসি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি এ সময় আরো বলেন, রেললাইনে কেউ যাতে নাশকতা সৃষ্টি না করতে পারে, সে দিকে  সকলের লক্ষ্য রাখতে হবে। যারা নাশকতার সাথে যুক্ত থাকবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। বর্তমান কৃষি মৌসুমে যারা সার বিক্রি করছেন, তারা নির্ধারিত মূল্যের বাহিরে অতিরিক্ত মূল্য সার বিক্রয় করতে পারবেন না। যদি অতিরিক্ত মূল্যের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। পরিশেষে তিনি আরো বলেন, আসুন সকলের সম্মিলিত সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং ভাল রাখি।
এ সময় পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, জেলায় ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আশুগঞ্জ ও বিজয়নগরে। আল্লাহ্ তা’য়ালা সহায় ছিলেন বলেই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। এ ধরণের কর্মকান্ড থেকে সকলেই বিরত থাকা উচিত। তবুও গত এক মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সকলের সহযোগিতায় অনেকাংশে ভাল ছিল। ভবিষ্যতেও সকলের সহযোগিতা নিয়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাই।






Shares