ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রদলের ১০২ জনের বিরুদ্ধে মামলা : বিজিবি মোতায়েন
ডেস্ক ২৪ ::রোববার ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ছাত্রদল ও বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে।
মামলার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, রোববারের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লাা কচি ও জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লাকে পৃথক দুটি মামলায় প্রধান আসামি করে ৯১ জনের নাম উল্লেখপূর্বক ১০২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২৬ জনকে আটক করা হয়েছে।
এদিকে নাশকতার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নাশকতার আশঙ্কায় সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ২ প্লাটুন, কসবা উপজেলায় ২ প্লাটুন ও ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড়ে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।