Main Menu

হত্যা মামলার প্রধান আসামীকে ছেড়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

+100%-


হত্যা মামলার প্রধান আসামীকে ছেড়ে দেয়া ও বাদিকে লাঞ্চিত করার প্রতিবাদে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আমতলী বাজার মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল প্রায় ১০টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের আমতলী বাজার প্রাঙ্গনে শত শত লোক মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, জহির মিয়া, ৭নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন, সাবেক মেম্বার মোঃ আলাউদ্দিন প্রমুখ। বক্তারা চাঞ্চল্যকর জয়নাল হত্যা মামলার আসামীকে দ্রুত গ্রেফতারের দাবী জানান এবং তদন্ত কর্মকর্তা কর্তৃক হত্যা মামলার বাদীকে লাঞ্চিত করায় নিন্দা জানান।
উলে¬খ্য, গত ১৭ জুলাই সদর উপজেলার আমতলী বাজারে নিরাপত্তাকর্মী জয়নালকে এলোপাতারী কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সদর থানায় মামলা হয়। মামলা হওয়ার পর পুলিশের এসআাই ও মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামীকে দুইবার আটক করে ছেড়ে দেয়। বাদী ঘটনার প্রতিবাদ জানালে তাকে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় থানা থেকে বের দেয়।






Shares