ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সারে দশ কোটি টাকার উন্নয়ন সহায়তা চুক্তি স্বাক্ষর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলাপমেন্ট ফান্ড (বিএমডিএফ) প্রকল্পের সাব প্রজেক্ট এগ্রিমেন্ট এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাথে (১০৬২৬৫৪১৮.০০) দশ কোটি বাষট্টি লক্ষ পয়ষট্টি হাজার চারশত ১৮ টাকার উন্নয়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকাস্থ প্রকল্প অফিসে নিজ নিজ পক্ষে উক্ত চুক্তি স্বাক্ষর করেন বিএমডিএফ প্রকল্পের ম্যনেজিং ডিরেক্টর কে এম নুরুল হুদা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। এসময় বিএমডিএফ প্রকল্পের উর্ধতন কর্মকর্তা ছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকার ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাওছার প্রমুখ। চুক্তি স্বাক্ষরের পর সংক্ষিপ্ত বক্তিতায় পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, এই চুক্তি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার জন্য একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। এই চুক্তির অর্থ সহায়তা বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রভুত উন্নয়ন সাধিত হবে। তিনি বলেন বর্তমানে শহরের যে সমস্ত রাস্তা ও ড্রেন বেহাল অবস্তায় রয়েছে এই প্রকল্পের মাধ্যমে তা অধিকাংশে উন্নয়ন করা সম্ভব হবে।