রিভাইভ বাংলা ট্রাস্টের চক্ষু সেবা কার্যক্রম
প্রতিবেদক : সেবামূলক সংগঠন রিভাইভ বাংলা ট্রাষ্ট এর উদ্যোগে ও লুমিনাস ডিভাইন প্রোপার্টিস প্রাইভেট লিমিটেড এর সহযোগীতায় রিভাইভ বাংলা হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হবীগঞ্জ জেলার মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে “বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম” আয়োজন করে। শুক্রবার সকাল ০৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এতে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ১০০ জন রোগীকে স্বল্পমূল্যে ছানি অপারেশন এর জন্য নিবন্ধিত করা হয়। আমেরিকান চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এডউইন অলমস, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সিটিটিউট ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মাসুদ সহ আরো কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ ও টেকনিশিয়ান এ সেবা কার্যক্রম পরিচালনা করেন।
এসময় রিভাইভ বাংলা ট্রাস্টের চেয়ারম্যান শেখ সোহেল আহমেদ বলেন ”সুন্দর পৃথিবী দেখার অধিকার সবার রয়েছে আর যারা এ পৃথিবী দেখা থেকে বঞ্চিত বা বঞ্চিত হতে চলেছে তাদের জন্য আমাদের এই কার্যক্রম। । উক্ত কার্যক্রমে রিভাইভ বাংলা ট্রাস্টের মনতলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক সাকিব, সাংবাদিক খাইরুল আমিন, রিভাইভ বাংলা ট্রাস্টের বিভিন্ন এলাকা প্রতিনিধিসহ মনতলার সকল সদস্যবৃন্দ এবং মনতলার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।