অন্নদা সরকারী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি :: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বলেছেন,শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী উন্নতি হয়েছে। এক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। মুক্তিযুদ্বের চেতনায উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চবিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলাপ্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন ,পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লার উপ পরিচালক মনোয়ারা বেগম,অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, অধ্যক্ষ প্রফেসর প্রফুল্ল চন্দ্র দাস,জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা.বিদ্যালয়ের ছাত্র তৌহিদুর রহমান আদিল,ওগাজী মোঃ ইসতিয়াক প্রমুখ।অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩৫১ জন মেধাবী ছাত্রকে সংবর্ধনা প্রদান করা হয়।