Main Menu

বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ইন্তেকাল – রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

+100%-

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছহাতা ইউনিয়নের আটলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম গত ২২ ফেব্রম্নয়ারী ২০১৪ইং বিকাল ৩ ঘটিকায় মহাখালীস্থ টিভি হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিলস্নাহি……………রাজিউন)৷ মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৬০ বছর৷ মৃতু্যকালে তিনি স্ত্রী, তিন কন্যা, তিন পুত্র, আত্বীয়স্বজনসহ বহুগুনগ্রাহি রেখে গেছেন৷

গতকাল ২৩ ফেব্রম্নয়ারী ২০১৪ইং সকাল ১১ ঘটিকায় মরহুমের নামাজে জানাযা আটলা মাঠে অনুষ্ঠিত হয়৷ জানাযায় প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিপুল সংখ্যক মুসলিস্নগণ অংশগ্রহণ করেন৷ জানাযা নামাজের শেষে রাষ্ট্রের পৰ থেকে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরম্নল ইসলাম এবং মুক্তিযোদ্ধের পৰ থেকে সাবেক সদর উপজেলা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্ এবং সাবেক ইউনিয়ন কমান্ডার হাজী মোঃ মর্তুজ আলী মরহুমের মরদেহে পুষ্পসত্মবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান৷ পুষ্পসত্মবক অর্পণ শেষে এস.আই মোঃ আবুল খায়ের এর নেতৃত্বে পুলিশের একটি সু-সজ্জিত দল গার্ড অব অনারের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান৷ এ সময় বিউগলের করম্নন সুর বেজে উঠে৷ মরদেহ তখন জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিল৷

সে সময় বীর মুক্তিযোদ্ধা হাজী হুমায়ূন কবির, সুবেদার অবঃ ফজলুল হক, জয়নাল আবেদীন, হেফজু মিয়া, জসিম উদ্দিন, মতিউর রহমান, আবু সাঈদ, শেখ দানু সহ সর্বসত্মরের জনতা উপস্থিত ছিলেন৷

শ্রদ্ধা জানানো শেষে মরহুমের মরদেহ তার পারিবারিক গোরস্থানে দাফন করার মাধ্যমে সম্পন্ন হয়৷ (প্রেস বিজ্ঞতি)






Shares