Main Menu

মতি ডাক্তারের মৃত্যুতে শামীম উন বাছিরের শোক প্রকাশ

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নাটাই দক্ষিণ ইউনিয়নের তথা পশ্চিমাঞ্চলের পয়াগ গ্রামের বিশিষ্ট সর্দার আবুল কালাম খন্দকার (ডাঃ মতিউর রহমান)(৮৭) গত রবিবার বিকাল ৪টায় বার্ধক্য জনিত কারণে পৌর এলাকার মধ্যপাড়া বর্ডার বাজারস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না … রাজিউন) । তার মৃত্যু সংবাদ শুনে পশ্চিমাঞ্চলের শোকের ছায়া নেমে আশে। এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন,  ব্রাহ্মণবাড়িয়া পশ্চিমাঞ্চলের যুবকবৃন্দের পক্ষ থেকে শামীম উন বাছির । মরহুম আবুল কালাম খন্দকার (ডাঃ মতিউর রহমান) ছিলেন একজন বিচক্ষণ মানুষ ও পশ্চিম এলাকার বিশিষ্ট সর্দার। এই মানুষটির মৃত্যুজনিত পশ্চিমাঞ্চলের শূন্যতা কিছুতেই পূরণ হবার নয়। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






Shares