হিজবুত তওহীদ ও দেশের পত্র পত্রিকা এবং প্রকাশকের সাথে আহমদীয়া মুসলিম জামাতের সাথে কোন সম্পর্ক নাই
গত ১৬ নভেম্বর রোজ শনিবার এবং গতকাল ২০ নভেম্বর রোজ বুধবার হিজবুত তওহীদ কর্তৃক প্রকাশিত দৈনিক দেশের পত্র পত্রিকার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ রোড়ে যে ঘটনার উদ্ভব হওয়ার কারণে সাধারণ মানুষের মনে আহমদীয়া মুসলিম জামাত সম্পর্কে যে ভুল ধারণা সুষ্টি হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদীত অপপ্রচার। এ ধরণের কোন সংগঠন বা পত্রিকার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই, অতিতেও ছিলো না বর্তমানে নাই। |