বুলেটের খুনীদের ফাসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এ যাবৎ কালের সর্ব বৃহৎ মানব বন্ধন
সুমন নূর : গত ১৫ই নভেম্বর সন্ত্রাসীদের হাতে নিহত বুলেটের খুনীদের ফাসির দাবিতে কাজী পাড়া সরকার পাড়ার হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসে। সকাল থেকেই সারা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মাইকিং করে লোক জমায়েত করা হয়। কাজীপাড়া ঈদগাহ মাঠ হতে ব্যানার, ফ্যাষ্টুন নিয়ে হাজার হাজার নারী-পুরুষ ঘাতকদের ফাসির দাবীতে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। সেখানে তারা মানব বন্ধন করে। সময়ের সবচেয়ে বড় মানব বন্ধনটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে টি.এ রোড় মডের গোড়া পর্যন্ত বিস্তৃত হয়। মানব বন্ধনে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলার শাহ আলম, জেলা বিএনপির প্রচার সম্পাদক নজির উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল, বিএনপি নেতা মইনুল, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাদির মিয়া, সেচ্ছাসেবক লীগ সভাপতি এডভোকেট লোকমান, যুবলীগ নেতা গোলাম মোস্তফা রাফি প্রমুখ। |