Main Menu

হাবিবুর রশীদ হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

+100%-

রোববার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা  ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টি.এ রোডস্হ জেলা পরিষদ মার্কেট চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা  ছাত্রদলের সভাপতি জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লার  সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তৃতা করেন যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেন। জেলা ছত্রদলের সেক্রেটারী ইয়াছিন মাহমুদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবির আখন্দ প্রমুখ।  বক্তারা  বলেন, আওয়ামীলীগ জনগণের ভোটের রায়কে ভয় পেয়ে নির্দলীয় সরকার বাতিল করেছে, ঠিক তেমনিভাবে রাজপথের আন্দোলনকে ভয় পেয়ে জাতীয় নেতৃবৃন্দের পাশাপাশি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে গ্রেফতার করেছে। অবিলম্বে হাবিবুর রশীদ হাবিব সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তি না দিলে  আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে অচল করে দেওয়া হবে।(প্রেস বিজ্ঞপ্তি)






Shares