বিএনপির ৩ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের আগে ও হরতালের প্রথমদিনে নাশকতার ঘটনায় পৃথক ৪টি মামলা হয়েছে। গত রবিবার রাতে পুলিশ বাদী হয়ে পৃথক ৪টি মামলা দায়ের করেন। এসব মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোলা কচি, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৩ শতাধিক নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। |
« আখাউড়ায় সংখ্যালঘুর বাড়িতে হামলা, আহত ৫ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ভাত দে! কাপড় দে! নইলে হরতাল ছাইড়া দে! »