Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় চরম আতন্কজনক অবস্হায় হরতাল চলছে। ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

+100%-

শামীম উন বাছির : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার । রোববার সকাল ৭টার দিকে পিকেটিং করার সময় শহরের কালীবাড়ি মোড় এলাকা থেকে সাদা পোশাকে পুলিশের একটি দল তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ঘটনায় পর থেকেই উত্তপ্ত হয়ে উঠে ব্রাহ্মণবাড়িয়ার হরতাল পরিস্থিতি।   এ খবর পেয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে কালিবাড়ি মোড়, টিএ রোড এলাকায় তাণ্ডব চালায়। এ সময় তারা বৃষ্টির মতো হাতবোমা ছুড়ে।এর জের ধরে অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশত রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করেছে। মুহূর্তের মধ্যে সংঘর্ষ পুরো টিএ রোড, মাদ্রাসা রোড, কালিবাড়ি মোড়, রেলগেট এলাকা, কলেজ রোডে ছড়িয়ে পড়ে। পুলিশ সংঘর্ষ থামাতে টিএ রোডে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা পুলিশের দিকেও হাতবোমা ছুড়ে মারে বলেও পুলিশ জানায়। এ সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ, অর্ধশত রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  হাতবোমার বিকট শব্দে শহরে টিএ রোড, কালিবাড়ি মোড়, হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় তীব্র আতংক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সাধারণ মানুষ ছুটাছুটি করতে থাকে। বন্ধ হয়ে যায় দোকানপাট। মুহূর্তের মধ্যে টিএ রোড এলাকা কার্ফিউর রূপ ধারণ করে। জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি হরতাল বিরোধী মিছিল বের হয়েছে।  এলাকাগুলোতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।






Shares