ব্রাহ্মণবাড়িয়ায় রেল ষ্টেশনে ভাংচুর, ককটেল বিস্ফেরণ, রেল লাইনে আগুন
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে শনিবার রাতে সোয়া দশটার দিকে হামলা চালিয়েছে একদল দুবৃত্ত। এ সময় তারা ষ্টেশনের টিকিট কাউন্টার, ভিআইপি ওয়েটিং রুম, কন্ট্রোল রুমসহ বিভিন্ন কক্ষের দরজা ও জানালা ভাংচুর করে। দুর্বত্তরা সেসময় ষ্টেশনের সামনের রেল লাইনে আগুন ধরিয়ে দেয় এবং ৮-১০ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনের মাষ্টার অমৃত লাল জানান, শনিবার রাতে সোয়া দশটার দিকে মুখোশ পরিহিত একদল যুবক আকস্মিকভাবে ষ্টেশনে হামলা চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি। রেল যোগাযোগ নিরবিচ্ছিন্ন রয়েছে। প্রসঙ্গত : শনিবার বিকেলে কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও হরতালের সমর্থনে মিছিল বের কওে জেলা বিএনপি। সেখান থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে গ্রেফতারের পর থেকেই শহর জুড়ে আগুন, ভাংচুর, ককটেল বিস্ফোরণ চলছে। |
« সিরাজ গ্রেফতার। গ্রেফতার, প্রতিবাদে ভাংচুর ও অগ্নিসংযোগ (পূর্বের সংবাদ)