Main Menu

অজ্ঞাতনামা লাশ উদ্ধার

+100%-

প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ায় জমিতে পুতে রাখা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার রামরাইল গ্রামের জমিতে পুতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার হয় । এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বুধবার জমিতে কাজ করতে গিয়ে মাটিতে পুতে থাকা মৃতদেহের অংশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ক্ষত-বিক্ষত অবস্থায় পচন ধরা লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা শেষে ওই ব্যক্তির লাশ জমিতে পুতে রাখে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব বলেন, খবর পেয়ে পুলিশ অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে। তিনি বলেন, ওই ব্যাক্তিকে হত্যা শেষে তার লাশ জমিতে দুর্বৃত্তরা পুতে রাখে বলে ধারণা করা হচ্ছে।






Shares