আওয়ামী নেতার বাড়ি থেকে গ্রীল কেটে মোটর সাইকেল চুরি
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামীলীগের সভাপতি মুসলিম মিয়ার বাড়ির গ্রিল কেটে মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতের কোন এক সময় দ্বিতল ভবনের নিচ তলার সিড়িকৌঠা থেকে দুটি মটর সাইকেল চুরি হয়। একটি পালসার ১৫০ সিসি ও একটি সিডিআই ব্যান্ডের সাইকেল চুরির কথা উল্লেখ করে এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরি করা হয়েছে । |
« ১৪ বছরেও নির্বাচন হয়নি পৌরবাসী আন্দোলনে (পূর্বের সংবাদ)