যথাযথ প্রশিক্ষণ গ্রহন ও সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করার আহবান.. পৌর মেয়র
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার অর্ন্তগত প্রতিটি ঘরে বিশুদ্ধ পানি সরবরাহ করার লক্ষে আমরা আন্তরিক ভাবে কাজ করছি। মাস্টার প্লানের মাধ্যমে শহরের পানি সরবারহ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। ইতো মোধ্যে অত্যাধুনিক নতুন মেশিন ক্রয় করা সহ দক্ষ জনবল নিয়োগ করা হয়েছে। মাঝারী শহর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লে ২২ কোটি ৯৮ ল টাকা ব্যয়ে ২টি পানি শোধনাগার, ১টি ওভারহেড ট্যাংক, ৮ টি উৎপাদক নলকুপের পাম্প হাউজ নির্মাণ, ৬৫ টি গভীর নলকুপ স্থাপন, ৩৮ কিলোমিটার পাইপ লাইন স্থাপন, গৃহ সংযোগ ও পানি মিটার স্থাপন করা হয়েছে। মেয়র পানি নিরাপত্তা পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগন কে যথাযথ প্রশিক্ষণ গ্রহন করার মাধ্যমে দেশ ও মানবসেবার মনোভাব নিয়ে কাজ করতে প্রশিক্ষনার্থীদের আহবান জানান। মেয়র মঙ্গলবার সকালে জেলার ডিপিএইচই কনফারেন্স হলে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃর্ক পানি নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে, ব্রাহ্মণবাড়িয়া জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভা ও প্রযুক্তি পিঠ ব্রাহ্মণবাড়িয়া এর যৌথ উদ্যেগে তিন দিন ব্যপি মৌলিক প্রশিক্ষন কর্ম সূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরক্ত বক্তব্য প্রদান করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জনস্বাস্থ্য প্রশাসন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পানি তত্বাবধায়ক মোঃ আতাউর রহমান। সভায় মূল বক্তব্য রাখেন ফখরুল ইসলাম আদিল। স্বাগত বক্তব্য রাখেন প্রযুক্তি পীঠ এর টিম লিডার একে এম আবাদুল মান্নান । সভায় পানি সরবারহের বেইসলাইন সার্ভের বিভিন্ন ক্যাটাগরী ও জরীপের পরিমান, পানি পরীক্ষার জন্য বিভিন্ন স্থ্ান নির্বাচন এবং অনান্য বিষেয়ে গুরুত্তপূর্ন বিষয়ে ৫ টি গ্রুপে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করা হবে। |