জলাবদ্ধাতা নিরসনে পৌরবাসীকে সচেতন হওয়ার আহবান .. পৌর মেয়র
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, নির্ধারিত স্থান ছাড়া পৌরসভার যেখানে সেখানে ময়লা-আর্বজনা ফেলা পরিবেশ দূষনের অন্যতম কারন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারনে শহরের সৌন্দর্য নষ্ট হয়, মসা মাছির উপদ্রপ বাড়ে, নানা রোগ বালাই ছরিয়ে পরে। তাছার অনেক মানুষ অসচেতন ভাবে পৌরসভার ড্রেনের উপর ময়লা ফেলে। এতে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্থ হয় । অল্প বৃষ্টিতেই শহরে জQলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে জনদূর্ভোগ বাড়ে।এ সমস্ত জনদূর্ভোগ লাঘবে পৌরসভার পরিছন্নতা কর্মীর পাশাপাশি শহর বাসীকেও সচেতন ভূমিকা রাখতে হবে। তিনি ব্যক্তি ও সামাজিক উদ্যোগে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা- ড্রেন পরিষ্কার পরিছন্ন রাখতে আহবান জানিয়ে বলেন, শহরকে পরিষ্কার পরিছন্ন রাখা সু-নাগরিক হিসেবে সবার নৈতিক দায়িত্ব। মেয়র মঙ্গলবার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ড গোকর্নগাটে রাস্তা সংষ্কার কাজ উদ্বোধনকালে এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়া, নির্বাহী প্রকৌশলী এ টি এম মহিউদ্দিন খন্দকার, হাজী ডাঃ মোঃ ইয়াকুব আলী, সাবেক কসিশনার মোঃ আফিল মিয়া, মোঃ কুদ্দুছ মিয়া, মোঃ জামাল মিয়া, হাজি মোঃ সৈয়দ মিয়া সরকার, মোঃ লাহু মিয়া সরদার, মোঃ বাছির মিয়া, আঃ আশিদ, খোকন আচার্য্য, মোঃ নজির মিয়া, মোঃ ফরিদ মিয়া , মোঃ আঃ কাইয়ুম প্রমুখ। পরে তিনি শহর বাসীর মঙ্গল কামনা এবং রাস্তা সংষ্কার কাজের সফলতা কামনা করে মহান আল্লাহ তায়ালা কাছে মোনাজাত করেন। |