Main Menu

মাহে রমজান উপলক্ষ‌্যে শহর জুড়ে যানযট নিরসনে বিশেষ ব্যবস্থা

+100%-

প্রতিবেদক : পবিত্র মাহে রমজানে যাত্রীদের ভোগান্তি লাঘবে ও যানযট নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় গুলোতে বসানো হয়েছে সড়ক বিভাজনকারী কোণ। এর ফলে শহরের যানযটের জন্য খ্যাত স্থানগুলোতে এখন আর ভোগান্তিতে পড়তে হবেনা শহরবাসীকে। শহরের রেলক্রসিং এলাকা, কাউতলী মোড়, আদালত এলাকায় বসানো হয়েছে এসব কোন।
জেলা ট্রাফিক পুলিশ বিভাগের (টি.আই ) ছায়দুল ইসলাম জানান, বেসরকারি রড় বিক্রেতা কোম্পানি বিএসআরএম শহরের যান চলাচল নিয়ন্ত্রণ আনতে আমাদের ৫০০ টি সড়ক বিভাজন কোণ দেওয়ার কথা বলেছে। এর মধ্যে ১০০ টি কোণ এসে পৌছেছে, বাকি গুলোও অতি শীঘ্রই পেয়ে যাব। এছাড়া স্থায়ীভাবে যানযট নিরসনে ট্রাফিক পুলিশ বিভাগ স্বল্প মেয়াদী /দীর্ঘ মেয়াদী নতুন পরিকল্পনা করছে বলেও জানান তিনি। শহরের যানযট নিয়ন্ত্রণে শহরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।






Shares