Main Menu

সেবার মনোভাব নিয়ে অর্পিত দায়িত্ব পালন করার আহবান

+100%-

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, যে কোন কাজ সম্পাদন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন। একজনের অবহেলার কারণে একটি বৃহৎ প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। তাই সমাজের প্রতিটি মানুষকে দেশ সেবার মনোভাব নিয়ে নিজ নিজ অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
মেয়র শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকে অনুষ্ঠিত পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার এর বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিদায়ী অনুভূতি ব্যক্ত করেন, পৌর কাউন্সিলর আহসান উল্লাহ্ হাসান, মহিলা কাউন্সিলর রাহেলা ইসলাম, বিদায়ী নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, নবাগত নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকার, হিসাব রণ কর্মকর্তা গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী কাউছার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পবিত্র ভূষন পাল, সার্ভেয়ার মতিউর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, ইউজিপ টু প্রকল্পের ফ্যাসিলেটর ফারহানা তাহির, সহকারী কর নির্ধারক এসএম আলম, মুজিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তাগণ জেড এম আনোয়ারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন,  তিনি ছিলেন একজন অভিজ্ঞ, কর্মদ, ধৈর্য্যশীল, সদালপী, বিনয়ী, সদা হাস্যময় ব্যক্তিত্ব। পৌরসভার উন্নয়নমূলক কর্মকান্ডে তাঁর অবদান অনস্বীকার্য। বক্তাগণ নবাগত নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকারকে স্বাগত ও শুভেচ্ছা জানান।






Shares