প্রতিবেদক : দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া কালেক্টরটে কর্মরত তৃতীয় শ্রেনীর কর্মচারীরা একই প্রশাসনের অধীন কর্মরত তহশিলদার ও সহকারী তহশিলদারদের পদবী পরির্বতন করে ৫ ধাপ উপরে নির্ধারন এবং বেতন বৈষম্যের প্রতিবাদে সোমবার থেকে ৩ দিন ৩ ঘন্টার কর্মবিরতি পালন শুরু করেছে। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্টিত হয়। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন, মানিক মিয়া, মোজাম্মেল হক। বক্তারা বলেন আগামী ৩ জুলাইয়ের মধ্যে দাবী পূরন না হলে ৪ জুলাই পূর্নদিবস কর্মবিরতি ও ৬ জুলাই ঢাকায় মহাসমাবেশের কঠোর আন্দোলন ঘোষনা করা হবে।
|