নবাগত ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছে সরকারী কলেজে ছাত্রলীগের আনন্দ মিছিল
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ২০১৩-১৪ অর্থ বছরের একাদশ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্য নবাগত ছাত্র ছাত্রীদের জেলার শ্রেষ্ট বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে ভর্তি হওয়ার জন্য, নতুন জীবনের উষালগ্নে কলেজ ক্যাম্পাসে নবাগতদের ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। সকালে জেলা ছাত্রলীগ, সরকারী কলেজ ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে একাদশ শ্রেণীর মানবিক, ব্যবসায় শিা ও বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের কাসে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে নেতৃবৃন্দ স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংপ্তি সমাবেশ করে। কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শোভনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ্। জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল এর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, সহ সম্পাদক রাজিবুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ রাসেল, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত হাসনাত। মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি অশেষ রায়, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক শামীম মিয়া, কলেজ ছাত্রলীগ সহ সভাপতি জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক সামদানী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়েস, লিমন, প্রচার সম্পাদক রাব্বি, সংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী খাইরুল আলম, জেলা ছাত্রলীগ নেতা হিমেল, রুমি ও জিদনী প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ নবাগত ছাত ছাত্রীদের শিা শান্তি প্রগতির মূল মন্ত্রের পতাকাবাহী সংগঠন ছাত্রলীগের আদর্শের সাথে পরিচয় হতে আহবান জানিয়ে বলেন, ছাত্রলীগ ইতিহাস, ঐতিহ্য ও গর্বের সংগঠন। ছাত্রলীগ ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ের সংগঠন। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে ছাত্রদেরকেই ভূমিকা রাখতে হবে। |