স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৩০
শামীম উন বাছির :সদর উপজেলার সাদেকপুর গ্রামে উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সাদেকপুর উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে জব্বার হাজী ও মাসুম মিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিলো। বিকেলে তাদের উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভাপতির পদ পূরণ করতে বিদ্যালয় মাঠে বৈঠকে বসে। বৈঠক চলাকালে উভয় গ্রুপের পক্ষের লোকেরা সভাপতি পদ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৩০ জন আহত হয়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |
স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৩০
« নবীনগরে সরকারী কলেজে নবাগত ছাত্র/ছাত্রীদের বরণ:: ছাত্রলীগের আনন্দ মিছিল (পূর্বের সংবাদ)