Main Menu

ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত অভিজিৎ সিলেটে উদ্ধার: অপহরণকারী চক্রের ১ সদস্য আটক

+100%-

শামীম উন বাছিরঃ ব্রাম্মণবাড়িয়ায় অপহৃত এক কিশোরকে সিলেট থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।

অপহৃত ওই কিশোরের নাম অভিজিৎ চন্দ্র সাহা (১৫)।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার উদয় চন্দ্র সাহার ছেলে অভিজিৎ সাহা (১৫) ২৪ জুন অপহৃত হয়। তাকে অপহরণেরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে; কিন্তু মুক্তিপণ না দিয়ে উদয় চন্দ্র সাহা ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ছেলেটির পরিবার র্যাবের ভৈরব ক্যাম্পে এ ব্যাপারে অভিযোগ করে।

পুলিশ এ ব্যাপারে র‌্যাব-৯ থেকে সহযোগিতা চায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে র্যাব অপহরণকারী চক্রের অবস্থান নিশ্চিত হয়ে ঘিরে ফেলে কুমারপাড়া এলাকা, কয়েকটি বাসায় তল্লাশি চালায়ে রাব। রাত সোয়া ৮টার দিকে সিলেট মহানগরীর কুমারপাড়া ১৪ নম্বর সড়কের ৪৮ নম্বর বাসা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। এসময় র‌্যাব-৯ অপহরণকারীদের একজন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিতপুর বড়বাড়ির জাহাঙ্গীর মিয়ার ছেলে মুন্নাকে আটক করে।






Shares