Main Menu

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে চিত্র প্রদর্শনী

+100%-


জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে চিত্র প্রদর্শনী

নিন্মে ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোর.কম এর গ্রাহকদের জন্য বিজ্ঞপ্তিটি তুলে ধরা হল :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা তথ্য অফিসারের কার্যালয়
ব্রাহ্মণবাড়িয়া।

স্মারক নং-তথ্য/ব্রাহ/এটুআই/১১৪/২০১৩/ ১৬১                       তারিখ ঃ-২৪-০৬-২০১৩খ্রিঃ।
প্রেস বিজ্ঞপ্তি
২৪ জুন’ ২০১৩ খ্রিঃ।জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়া এরব্যবস্থাপনায় Photograhy Exhibition প্রতিযোগিতার জন্য ছবি আহ্বান।
তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরাধীন জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়া মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত A ২১ প্রোগ্রামের অধীনে একটি Photography Exhibition এর আয়োজন করেছে। জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্ক এর আওতায় দেশের সকল ইউনিয়ন,উপজেলা, জেলার জন্য প্রায় ২৪ হাজার ওয়েব পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার জনগণ সব ধরনের তথ্য ও সেবা পাবেন। বিভিন্ন তথ্য ও সেবার সাথে সাথে এসব পোর্টালের মাধ্যমে সুন্দর সুশোভিত বাংলাদেশ-কে তুলে ধরা হবে। আকর্ষণীয় ছবির মাধ্যমে বাংলাদেশের শিা-সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি-কালচারসহ স্বপ্নের ডিজিটাল বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার লে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(অ২১) প্রোগ্রাম ও গণযোগাযোগ অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রত্যেক জেলা তথ্য কর্মকর্তাদের  তত্বাবধানে এ Photography Exhibition প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সেরা ছবিগুলো জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতায় নির্মিত সাইটে ফটোগ্রাফারের নামসহ প্রদর্শিত হবে। প্রতিযোগিতার সকল ছবি অ২১ প্রোগ্রামের সম্পত্তি বলে বিবেচিত হবে। জেলার কৃষি, শিা, স্বাস্থ্য, চিকিৎসা, আইন ও মানবিধার, ই-সেবা প্রদান কার্যক্রম, মানুষ ও তাদের বিভিন্ন কর্মকান্ড, পোট্রেট, ল্যান্ডস্কেপ, পর্যটন ও ঐতিহ্য, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, ভবন, প্রকৃতি, বিখ্যাত স্থাপনা, ষ্ট্রিট লাইফ, শহর, গ্রাম, দৈনন্দিন জীবন, সংশ্লিষ্ট এলাকার সংস্কৃতি ও দৈনন্দিন কার্যক্রমকে প্রতিনিধিত্ব করে এমন কাজকে (Photography) অগ্রাধিকার দেয়া হবে। শিল্পমান/গুণ থাকা সত্তেও নেতিবাচক কোন বিষয়বস্তু নিয়ে তোলা ছবি প্রতিযোগিতার বিবেচনায় নেয়া হবে না।
শর্তাবলীঃ
ক. ছবির ফরমেট অবশ্যই(লঢ়বম) হতে হবে এবং এর সাইজ কমপে ১২০০ ডিপিআই হতে হবে।
খ.  সাদাকালো/রঙ্গিন উভয়ই গ্রহণযোগ্য। তবে ছবিতে কোন প্রকার ওয়াটারমার্ক,কপিরাইট সিম্বল/চিহ্ন,বর্ডার গ্রহণযোগ্য নয়।
গ.  একজন প্রতিযোগী সর্বোচ্চ ৫টি বিষয়ে কাজ জমা দিতে পারবেন।
ঘ.  অংশগ্রহণকারীগণকে ২৯-০৬-২০১৩ খ্রিঃ তারিখ দুপুর ২.০০ ঘটিকার মধ্যে জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ায় ছবি জমা দিতে
হবে। প্রতিযোগিতা সম্পর্কিত তথ্য জানতে টেলিফোন নম্বর ০৮৫১-৫৮৪৩৯, মোবাইল নম্বর ০১৭৩২৩৮১৮৪৯ ও ই-মেইল
নম্বর
dio_bbaria

@yahoo.com যোগাযোগ করুন।
ঙ. ছবি জমা দেয়ার সময় খামের উপর স্পষ্ট অরে ছবিদাতার নাম,ঠিকানা, ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে
ছবির সাথে অবশ্যই বাংলায় পূর্ণাঙ্গ ক্যাপশন দিতে হবে। প্রিন্ট ( 4
R Size)  ০২ কপি ছবি জমা দেয়ার পাশাপাশি  অবশ্যই
সফট কপি সিডি বা ডিভিডিতে জমা দিতে হবে।
চ.  কেবল নির্বাচিত সেরা ২০টি ছবি নিয়ে প্রদর্শনী করা হবে।
ছ.  যে কোন বাংলাদেশী নাগরিক ছবি জমা দিতে পারবে।
জ. অংশগ্রহণকারীদের মধ্যে ৩ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষনা করে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগীকে পুরষ্কার প্রদান
করা হবে।
জ. এ প্রতিযোগিতায় যে কোন ব্যক্তিগত যোগাযোগ সম্পুর্ন নিষিদ্ধ।






Shares