Main Menu

পাইলট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

+100%-


শহরের কাজীপাড়ায় অবস্থিত স্বনামধন‌্য শিক্ষা প্রতিষ্ঠান ‍”ব্রাহ্মণবাড়িয়া পাইলট স্কুল” এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ও শেখ কামাল স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক সৈয়দ মোহাম্মদ আফজল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধূলার চর্চা করাও প্রয়োজন। বিদ্যালয় গুলোকে খেলাধূলার প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে তিনি আহবান জানান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য পীরজাদা সৈয়দ নূরে আজমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা ঈদগাহ কমিটির সাধারন সম্পাদক মো. সালামতউল্লাহ ও মানবাধিকার কর্মী ও প্রাক্তন ছাত্রনেতা আরিফুর রহমান(আরিফ)। স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, স্কলার্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও  উপদেষ্টা (পাইলট স্কুলের) মোস্তফা কামাল, মাহবুবুর রহমান (রিদুল), স্কুলের শিক্ষক জান্নাতুল নাইম, সৈয়দা সুফিয়া সুলতানা, নিলীমা সুলতানা, নূর জাহান আক্তার, খাদিজা,তাহমিনা প্রমূখ।(প্রেস বিজ্ঞপ্তি)






Shares