গত ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াল টর্নোডোর আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা অধিদপ্তর।শনিবার দুপুরে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে ক্ষতিগ্রস্থদের মাঝে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মাহফুজুল হক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীরপ্রতীক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন চাকমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তর এর কেন্দ্রীয় কমিটির মহা সচিব মোঃ মাজহারুল ইসলাম, বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ওয়ারেস আলী। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রইজ উদ্দিন। কোরআন তেলোয়াত করেন মাওঃ মোঃ আব্দুল্লাহ্। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাপলা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এস. এম শাহীন। আর্থিক অনুদানকালে প্রধান অতিথির বক্তব্যে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, আওয়ামীলীগ সরকার দেশ এবং মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। দেশ, মানুষ এবং মানবতার যখনই প্রয়োজন হয়েছে, তখনই আওয়ামীলীগ মানুষের পাশে এসে দাঁিড়য়েছে। গত ২২ শে মার্চের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে যে পরিমাণে ক্ষতি হয়েছিল তা খুব দ্রুততম সময়ে কাটিয়ে উঠা সম্ভব হয়েছে আওয়ামীলীগ সরকারের জন হিতশী মনোভাবের কারণে। গণতন্ত্রের মানষকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টর্নোডোর আঘাতের কথা শুনা মাত্রই ফোনে প্রশাসনসহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ঘটনার দ্রুততম সময়ে মাত্র দুই দিন পরেই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে এসেছেন, দূর্গত মাঝে ত্রান বিতরণ করেছেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াঁনোর আহবান জানিয়েছেন। এটা শুধুমাত্র আওয়ামীলীগ সরকারেরই পক্ষেই করা সম্ভব। কারণ আওয়ামীলীগ জনগনের কল্যাণের জন্যই রাজনীতি করে। প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে আসার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান। এবং যতদিন পর্যন্ত দূর্গতরা সম্পূর্ণভাবে সচ্ছল হতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য গতকাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সদর উপজেলার টর্নেডো ক্ষতিগ্রস্থ বিভিন্ন গ্রামের ৫০জন ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৪০০০/- (চার হাজার) টাকা করে মোট দুই লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। |