Main Menu

শিক্ষা ও স্বাবলম্বীতা অর্জন নারী অধিকার রক্ষার পূর্ব শর্ত.. মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র  মোঃ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় সমাজে নারীদের সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারীদের জন্য অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ সমস্ত কর্মসংস্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণের ফলে নারীদের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বচ্ছলতা সৃষ্টি হয়েছে। মেয়র আরো বলেন, নারীর সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক স্বচ্ছলতা, মতায়ন, মত প্রকাশের স্বাধীনতা সহ নারীদের সামগ্রিক অধিকার বাস্তবায়নের পূর্ব শর্ত হচ্ছে নারীদের সুশিক্ষায় শিক্ষিত করা। পাশাপাশি তাদেরকে কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা। এই দুইটি বিষয়কে বাদ দিয়ে নারীদের অধিকার বাস্তবায়ন করা সম্ভব নয়।
মেয়র বৃহস্পতিবার বিকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে, জেন্ডার এ্যাকশন প্লান (এঅচ) বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে “বিউটি পার্লার প্রশিক্ষণ কোর্স” এর সমাপনী উপলক্ষ্যে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেন্ডার কমিটির সভাপতি মহিলা কাউন্সিলর রাহেলা ইসলাম, নির্বাহী প্রকৌশলী এটি এম মহিউদ্দিন খন্দকার, পৌর সচিব ইসহাক ভূইয়া, হিসাব রণ কর্মকর্তা গোলাম কাউসার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, শহর পরিকল্পনাবিদ শাতিয়া শারমিন,  সহকারী কর নির্ধারক এস এম আলম, মজিবুর রহমান, পার্লার কোর্সের প্রশিক ফাতেমা আক্তার লিপি। প্রশিণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বেগম হোসনে আরা, পাপিয়া আক্তার, ফারহানা ইসলাম, রিতা আক্তার। কোরআন তেলোয়াত করেন মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউজিআইআইপি-২ প্রকল্পের ফ্যাসিলেটর ও বিউটি পার্লার কোর্সের তত্ত্বাবধায়ক ফারহানা তাহির।
পরে মেয়র বিউটি পার্লারের মৌলিক বিষয়ের উপর মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের ১৫ জন মহিলা প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। উল্লেখ্য যে, ইতিপূর্বে এই প্রকল্পের আওতায় ১ম পর্বের পার্লার কোর্সে ১০ জন এবং সেলাই প্রশিক্ষণ কোর্সে ১২০ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যাদের অনেকেই এখন প্রতিষ্ঠিত।






Shares