বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার বলেই কৃষি ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন এসেছে
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিবেদক ॥ পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান মহাজোট সরকার কৃষক বান্ধব বলেই কৃষি ক্ষেত্রে আজ বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তিনি শনিবার স্থানীয় হালদার পাড়ায় তাঁর কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় কৃষকলীগ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে একথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি-জামাত জোট সরকারের সময় এদেশের কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে। আজ কৃষকের জন্য সারসহ কৃষি উপকরণের কোন সমস্যা নেই। কৃষি উপকরণে সরকার ভর্তুকি দিচ্ছে। জেলা কৃষকলীগের সভাপতি পৌর কাউন্সিলর সাদেকুর রহমান শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আরো বলেন, কৃষক লীগকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করতে হবে। এর আগে নবগঠিত কমিটির সভাপতি সাদেকুর রহমান শরীফ ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলালের নেতৃত্বে জেলা কৃষকলীগ নেতৃবৃন্দ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানালে তিনি পাল্টা নবগঠিত কমিটিকে এ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। |