জিয়াউর রহমানের ৩২তম শাহাদাৎবার্ষিকী পালন করছে বিএনপি



ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি পালন করছে। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করছে মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক ও অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহমানকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩১ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার মৌলভীপাড়াস্থ জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ হারুন বাস ভবন প্রাঙ্গনে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এক পরার্মশ সভা অনুষ্ঠিত হয়।জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, জিল্লুর রহমান , নূরে আলম ছিদ্দিকী, বাহার চৌঃ,প্রমূখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেন ও মাদ্রাসার শিক্ষক ছাত্ররা অংশগ্রহন করে। দোয়া পরিচালনা করেনমৌলভীপাড়া জামে মসজিদের খতিব । দোয়া শেষে তবারুক বিতরন করা হয়। |