বিপুল পরিমান মাদকসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিবেদক : বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে রাধিকা এলাকা থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ কাজল (৩০), ও গজারিয়া এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ ঝর্ণা বেগম (৪০) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবংয় আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। |
« ব্রাহ্মণবাড়িয়ায় ১২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক (পূর্বের সংবাদ)