Main Menu

চিনাইরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে সদর উপজেলার চিনাইর এলাকায়। নিহতের নাম বাবু-(২০)। সে  ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের এলহামপাড়ার নূরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রাত ১টার দিকে আখাউড়া থেকে ওই তিন যুবক মোটর সাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে চিনাইর এলাকায় পৌছলে বিপরীতদিকে থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের (ঢাকা মোট্রো ট-১৬৬৬৫৩) সাথে মোটর সাইকেলের মুখমোখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের পেছনে বসে থাকা দুই যুবক ছিটকে পড়লেও বাবুকে মোটর সাইকেলসহ প্রায় ৩ কিলোমিটার টেনে হেচড়ে নিয়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহত যুবক আবু মিয়া-(২০) এবং সুমন-(১৯)কে প্রথমে জেলা সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি।