Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি

+100%-

ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে সহিংসতা এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ধারা জারি করেছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে তিনটি ধর্মীয় সংগঠন কর্মসূচি ঘোষণার কারণে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।পুলিশ জানায়, মিলাদুন্নবী উপলক্ষে শহরের আব্দুল কদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে সুন্নি আন্দোলন বাংলাদেশ, তরিকত ঐক্য পরিষদ ও কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ নামের তিনটি সংগঠন একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকে। আইন শৃঙ্খলা রক্ষায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরে সকল ধরনের সভা সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। রবিবার সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত পৌর শহর এবং আশপাশের এলাকায় তা বলবৎ থাকবে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আব্দুর রব এর সত্যতা নিশ্চিত করেছেন।ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষে রবিবার সকালে পৌর শহরে জশনে জুলুস বের করার ঘোষনা দেয় সুন্নী আন্দোলন। এদিকে এর প্রতিবাদে শনিবার বিকেলে পৌর শহরে মিছিল বের করে কওমি মাদ্রাসা ইসলামি ছাত্র ঐক্য। মিছিল শেষে তারা সুন্নী আন্দোলনের জশনে জুলুস প্রতিহতের ঘোষনা দেয়। এ অবস্থায় সংঘর্ষ এড়াতে পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান সদর থানার ওসি। এই ব্যপারে পৌর এলাকায় মাইকিং করা হচ্ছে ।






Shares