৩০ লাখ শহীদ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করবেন মোকতাদির চৌধুরী এমপি
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ৩০ লাখ শহীদ স্মরণে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে বছর ব্যাপী ৩০ লাখ বৃক্ষরোপনের কর্মসূচি নেওয়া হয়েছে। গত ২৫ মার্চ শনিবার বঙ্গভবনে বছর ব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গনে বছর ব্যাপী বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ৩০ লাখ শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জয়দুল হোসেন
(পরের সংবাদ) শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ভোগ করছেন_ মোকতাদির চৌধুরী এমপি »