Main Menu

শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা: অনাস্থা প্রস্তাব অনুমোদন” সংক্রান্ত সংবাদের প্রতিবাদ

+100%-


প্রকাশিত সংবাদের মর্ম অনুযায়ী দেখা যায় যে, হাজী মোঃ সেলিম সভাপতিত্বে গত শনিবার সংগঠনের কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের (রেজি নং: ১১৮১) এর সভা অনুষ্ঠিত হয়। যেহেতু ইউনিয়নটি সরকারি শ্রম আইন অনুযায়ী নিবন্ধিত ও পরিচালিত হয়, সে হিসাবে সংবাদে উল্লেখিত গত শনিবার (তারিখ ব্যতিত) এর সভাটি সম্পূর্ণ অবৈধ ও অগঠনতান্ত্রিক। সভা আহবানের নীতি বা নিয়ম অনুসরণ না করে যেমন সভা হয়না তেমনই সেই সভায় গৃহিত কোন সিদ্ধান্তও বৈধ বলে বিবেচিত হয় না।

প্রকৃত ঘটনা হচ্ছে যে, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে, নতুন বাংলাদেশের স্বপ্ন এ দেশের মানুষ দেখছে সেখানে শ্রমিকের অবদানও কম কিছু নয়। ৫ই আগষ্টের পর সকল ক্ষেত্রে পরিবর্তনের হাওয়া বইলেও শ্রমিকদের রক্ত চুষে খাওয়া আওয়ামী প্রেতাত্মা ও স্বৈরাচারের দোসর গণ সেই পরিবর্তনে খুশি হতে না পেরে নানা ভাবে তাদের বৈধ কার্যক্রম বহাল রাখতে চায়। সে জন্য সকল শ্রমিকদের অকুন্ঠ সমর্থন নিয়ে নির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাহেদের বিরুদ্ধে ক্রমগত ষড়যন্ত্র ও অবৈধ কার্যক্রম অব্যাহত রাখছে। সাহেদ শ্রমিকদের স্বার্থে তাদের প্রদেয় চাঁদা সঠিক হিসাব ও তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে গত ২৯/১২/২০২৪ ইং তারিখে কমিটির সম্মতিতে কমিটির সদস্য মোঃ বাবুল মিয়ার কাছে টাকা জমা দেওয়ার অনুরোধ করেন। নিয়ম অনুযায়ী সেই চাঁদা বাবুল মিয়া অফিসের মাধ্যমে ক্যাশে জমা দিবেন। যারা গত ১৭ বছরে স্বৈরাচারের মদদপুষ্ট হয়ে শ্রমিকদের টাকা অপচয় করে লুটপাট করেছে তাদেরকে প্রতিহত করাই আমাদের উদ্দেশ্য। যত ষড়যন্ত্রই হোক না কেন পরিবহন সেক্টরের চাঁদা বন্ধ করা হবেই। কোন অশুভ শক্তিকে পরিবহন সেক্টরে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না।

গত ৩১/১২/২০২৪ ইং তারিখে পত্রে ভাদুঘর পৌর কেন্দ্রীয় বাস টারমিনাল সংলগ্ন নৈশযাত্রী বাস হইতে অবৈধ শ্রমিক কল্যাণ আদায় বন্ধে সেই কার্যক্রমে জড়িত মোঃ মিজানুর রহমান খান, মোঃ ইয়াছিন মিয়া, মোঃ এমরান মিয়া,মোঃ আলমগীর মিয়াকে দেয়া অস্থায়ী নিয়োগ পত্র স্থগিত করা হয়। যার প্রেক্ষিতে চাঁদাবাজ ও তাদের দোসররা ক্ষিপ্ত হয়ে নানবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আমি নিন্মস্বাক্ষকারী গত ০৬ই জানুয়ারি ২০২৫ ইং তারিখে দৈনিক প্রজাবন্ধুসহ স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত ভূয়া, ভিত্তিহীন, অনৈতিক, অবৈধ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। আমি এই সংবাদের সাথে সংশ্লিষ্ট অবৈধ সকল সিদ্ধাতের বিরোধিতা করছি এবং নিয়মতান্ত্রিক উপায়ে সৃষ্ট সকল সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

সাইদুল ইসলাম সাহেদ

সাধারণ সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস
সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন
রেজি.নং : ১১৮১






Shares