Main Menu

সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষালয় “স্বপ্ন আকাশ ছোঁয়া” পরিদর্শন

শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে সকলকে আন্তরিক হতে হবে -অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমান

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার প্রাক্তন পুলিশ সুপার, চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমান গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষালয় স্বপ্ন আকাশ ছোঁয়া পরিদর্শন করেছেন। শহরের উত্তর পৈরতলাস্থ প্রশান্তি ভবনে শিক্ষালয়ে পৌছলে প্রতিষ্ঠানের উপদেষ্টা আল আমীন শাহীন, মোর্শেদা মতিন মিলি , পরিচালক স্বর্ণালী আক্তার সহ শিক্ষাথীরা ফুলেল অভ্যর্থনা জানায়। এ সময়ে মোহাম্মদ জাবেদুর রহমান শিশুদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা ব্যবস্থাপনার খোঁজখবর নেন এবং আন্তরিকভাবে কিছু সময় কাটান।

মত বিনিময়কালে তিনি বলেন সম অধিকারে সকল শিশুর বেড়ে উঠা নিশ্চিত করার দায়িত্ব সকলের। শিশুদের জন্য সুন্দর দেশ পৃথিবী এবং সুখের বাস গড়ার ব্যাপারে গুরুত্বারোপ করে সকলকে আন্তরিক ভ’মিকা রাখার আহবান জানান। এ সময়ে অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, স্বপ্ন আকাশ ছোঁয়া শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে শতাধিক হতদরিদ্র শিশুকে পাঠদান করা হয়। শিশুদের মানসিক বিকাশে সংস্কৃতি চর্চা সহ নানামূখী প্রশিক্ষণ দেয়া হয়।






Shares