মা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের হাতে মা খুন



ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় মা দিবসের দিনে ছেলের হাতে মা নিহত হয়েছে। রবিবার সকালে পৌর এলাকার উওর পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পৈরতলা গ্রামের জনাব আলীর ছেলে ওয়াসকরনি মিয়ার ৩ স্ত্রীর মধ্যে ছোট স্ত্রী শনিবার তার নির্যাতনের শিকার হয়ে পালিয়ে যায়। সকালে মায়ের সাথে এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ওয়াসকরনি মা এর উপর হামলা চালায় এতে মা আনোয়ারা বেগমের মৃত্যু ঘটে। ঘটনার পর ছেলে পলাতক রয়েছে।
পুলিশ জানান, রোববার সকালে আনোয়ারা বেগম মারা যান বলে হঠাৎ এলাকায় খবর ছড়িয়ে পড়ে। আনোয়ারার বড় ছেলে গোলাম রাব্বানি এলাকাবাসীকে জানান তার মা উচ্চ রক্তচাপে মারা গেছেন। খবর পেয়ে আনোয়ারা বেগমের মেয়েরাও ছুটে আসেন। তবে এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে ওয়াসকরনির হামলাতেই তার মায়ের মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে বিষয়টি উদঘাটন করা হবে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।