ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু।। জেলায় নতুন ২৬০ শনাক্ত।।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। জেলায় সংক্রমণের হার ৪০.০০%। যার মধ্যে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন নবীনগর উপজেলার একজন মহিলা (৩৫) এবং একই উপজেলায় রোগীর নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় একজন পুরুষ (৬৫) ও সরাইল উপজেলায় একজন মহিলা (৮২) মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ৯৫ জন সহ জেলায় নতুন ২৬০ জন শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৭৫৮৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৪৬০০ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। সর্বশেষ জেলায় ৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। শুক্রবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৫৭৪ টি রিপোর্টে নতুন আরও ২৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৯৫ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, সরাইল উপজেলায় ২০ জন, আশুগঞ্জ উপজেলায় ১১ জন, বিজয়নগর উপজেলায় ০৮ জন, নবীনগর উপজেলায় ৬১ জন, আখাউড়া উপজেলায় ১২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩৬ জন ও কসবা উপজেলায় ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সর্বশেষ জেলায় ৭৫৮৭ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৯৬৮ জন, নাসিরনগর উপজেলায় ১৯৬ জন, সরাইল উপজেলায় ৩৮৭ জন, আশুগঞ্জ উপজেলায় ৭২০ জন, বিজয়নগর উপজেলায় ১৯৪ জন, নবীনগর উপজেলায় ১২০৯ জন, আখাউড়া উপজেলায় ৪০৮ জন, কসবা উপজেলায় ৯৯৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৪১২ জন শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৪৬০০ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৮৩৬ জন, নাসিরনগর উপজেলায় ১৬৫ জন, সরাইল উপজেলায় ২১১ জন, আশুগঞ্জ উপজেলায় ৪৩৪ জন, বিজয়নগর উপজেলায় ১৫০ জন, নবীনগর উপজেলায় ৬২৫ জন, আখাউড়া উপজেলায় ৩১৬ জন, কসবা উপজেলায় ৫৭৭ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ২৮৬ জন সুস্থ হয়েছে। সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৯৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৮ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, সরাইল উপজেলায় ০৬ জন, আশুগঞ্জ উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ২২ জন, আখাউড়া উপজেলায় ১৪ জন, কসবা উপজেলায় ০৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৭৫৮৭ জন আক্রান্তের মধ্যে ৪৬০০ জন সুস্থ হয়েছেন।
কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৮৮৯ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ২৮২০ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৫৯ জন রোগী। সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় ৬৫০ জনের করোনা ভাইরাসের শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৫৭৪ জনের করোনার রিপোর্ট প্রকাশ হয়েছে৷ এখন পর্যন্ত জেলায় ৪৮৫০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷