আহবায়ক এমদাদুল হক ॥ সদস্য সচিব আশিকুর রহমান মিঠু
ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের নতুন আহবায়ক কমিটি গঠন
গতকাল সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়স্থ আমিন কমপ্লেক্সের ৫ম তলায় ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংবাদপত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি পীযুষ কান্তি আচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাদার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবাদপত্র পরিষদের কার্যনির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল- আমিন শাহীন, সংবাদপত্র পরিষদের সহ সভাপতি মোঃ এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিঠু, কোষাধ্যক্ষ আবুল হাসনাত মোঃ সাবেরিন ভূইয়া, কার্যনির্বাহী সদস্য আবু নাসের রতনসহ দৈনিক ব্রাহ্মণবাড়িয়া ও দৈনিক আজকের হালচাল পত্রিকার প্রতিনিধি।
সভায় সকলের মতামতের ভিত্তিতে বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির আহবায়ক দৈনিক পেনব্রিজের সম্পাদক ও প্রকাশক মোঃ এমদাদুল হক, সদস্য দৈনিক একুশের আলো’র প্রধান বার্তা সম্পাদক আশিকুর রহমান মিঠু, নির্বাহী সদস্য দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক ও প্রকাশক দেওয়ান ফয়জুন নাহার, দৈনিক প্রজাবন্ধুর প্রকাশক আবুল হাসনাত মোঃ সাবেরিন ভূইয়া, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক আবু নাসের রতন প্রমুখ।
সভায় আগামী ৬০ দিনের মধ্যে সংগঠনের একটি গঠনতন্ত্র প্রস্তুত ও ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রকাশিত সকল দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি এই সংগঠনের অর্ন্তভুক্তি করার জন্য প্রস্তাব করেন।