Main Menu

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য পদ পেল ৭ সাংবাদিক

+100%-

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে নতুন সাধারণ সদস্য ও পুরোনো সদস্যদের স্থায়ী সদস্য করা হয়েছে। তাদের মধ্যে চিঠি বিতরণ এবং নতুন কম্পিউটার সংযোজিত আইটি শাখার উদ্ধোধনে শনিবার দুপুরে ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা দেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ক্লাবের নতুন স্থায়ী সদস্য মো. আরজু মিয়া, মো. সাদেকুর রহমান, আ ফ ম কাউসার এমরান, শেখ সহিদুল ইসলাম, আল আমিন শাহিন, মো. ইব্রাহিম খান সাদাত, মফিজুর রহমান লিমন, নজরুল ইসলাম বিল্লাল, নতুন হওয়া সাধারণ সদস্যদের মধ্যে শাহাদাৎ হোসেন, আশেক মান্নান হিমেল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু। অনুষ্ঠানে নতুন সদস্য হিসেবে দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মো. শাহদাৎ হোসেন, ডেইলি এশিয়ান এইজের জেলা প্রতিনিধি আশিকুর রহমান মিঠু, গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি জহির রায়হান, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ, এসএ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেলকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্তির পত্র প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

একইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৩৬ জন সদস্যকে স্থায়ী সদস্যকরনের পত্র দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিল। পরে আইটি শাখার উদ্ধোধন করা হয়।






Shares