Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজে বিধি লঙ্ঘন করে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের অভিযোগ

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন করে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের অভিযোগ উঠেছে। শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে, সাদা কাগজে স্বাক্ষর নিয়ে কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ এ কারসাজির নির্বাচন করেছেন বলে অভিযোগ। এ ঘটনায় প্রতিকার পেতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন একাধিক ব্যাক্তি।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত হওয়া স্বত্ত্বেও অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ গত ২৭/০২/২০২৫ইং রোজ বৃহম্প্রতিবার সম্পূর্ণভাবে নিয়মবর্হিভূতভাবে পৌর কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্গন করে, শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে কলেজের অধ্যক্ষ বৈধ ভোটার তালিকা এবং নির্বাচনে যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ না করে তাৎক্ষনিক ভাবে নির্বাচনের নামে এক নির্বাচনী নাটক সম্পূর্ণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিতে উল্লেখ আছে নিয়োগ বহির্ভূত, খন্ডকালীন ও সামযয়িক বরখাস্তকৃত শিক্ষকগন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। কিন্তু তিনি নিয়োগ বর্হিভূত ও খন্ডকালীন শিক্ষকের ভোটাধিকার প্রয়োগে অন্তর্ভুক্ত করেন। পূর্বের গর্ভণিং বডি কর্তৃক যে সকল শিক্ষকের নিয়োগ অবৈধ বলে সিদ্ধান্ত গৃহিত হয় এবং পত্রিকায় প্রকাশিত হয় সেই ৮ জন শিক্ষকগনকেও ভোট প্রদানের সুযোগ দেয়। সাবজেক্ট বর্হিভূত একজন শিক্ষককেও ভোটের সুযোগ প্রদান করেন। পৌর কলেজ একটি সাধারণ শিক্ষার কলেজ হওয়া স্বত্ত্বেও কারিগরি শিক্ষা বোর্ডের ২টি ট্রেড চালু থাকা শিক্ষকগনকেও ভোট প্রদানে সুযোগ দেওয়া হয়। অথচ জাতীয় বিশ্ববিদ্যায়ের অধিভুক্ত কলেজের সাথে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষকদের যুক্ত থাকার কথা কোথাও উল্লেখ নেই।

এ বিষয়ে অভিযোগকারীদের একজন ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন ভূঁঞা জানান, অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ দীর্ঘ দিন ধনে স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছেন। তিনি সাবেক সাংসদ মোক্তাদির চৌধুরীর নির্বাচনে সরাসরি প্রচারণায় ছিলেন। কলেজের বিভিন্ন সিদ্ধান্ত তিনি মনগড়া নিয়ে থাকেন। বর্তমানেও পূর্বের মতই তিনি তার স্বেরাচারী আচরণ বজায় রেখেছেন। যেভাবে তিনি শিক্ষক প্রতিনিধি নির্বাচন করেছেন তা সম্পূর্ন বিধি বহির্ভূত। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুনঃ নির্বাচন দাবি করছি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ। তিনি বলেন, কলেজের সকল শিক্ষকের ইচ্ছেমতেই সকলকে ভোটার করা হয়েছে। তিনি সাদা কাগজে স্বাক্ষর নেয়ার বিষয়টি সত্য নয় দাবি করে নির্বাচন বিধি মোতাবেক হয়েছে বলে উল্লেখ করেন।






Shares