ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে মন্টু
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে সাধারণ সম্পাদকের দাফতরিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব অর্পণ করেন।
মাহাবুবুল বারী চৌধুরী মন্টু ১০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।
পত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ১০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত থাইল্যান্ডের সিসিরাজ হসপিটালে চিকিৎসাধীন থাকবেন।
« আখাউড়ায় প্রবাসীর স্ত্রীর বাথরুমে মিলল ১০০ বোতল স্কাফ (পূর্বের সংবাদ)