Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সংবাদ সম্মেলন

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১৫ই মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্বে এবং ডাঃ মাহামুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, আগামী ১৫ই মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাসহ ৯ টি উপজেলার ২ হাজার ৪৩৩ টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৪০৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৯৭ হাজার ৪৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।






Shares