ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা



ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দাম রাখা এবং মূল্য তালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার বেলা ৩টায় সদর উপজেলার জগত বাজারের এই অভিযান চালানো হয় বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হল- আয়াত ওয়েল মিল, কাউসার ট্রেডার্স ও সুরজিত স্টোর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, তেল বিক্রির পাইকারি প্রতিষ্ঠানে তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের তথ্য সংরক্ষণ করা হচ্ছে না। কিছু ক্ষেত্রে প্রদর্শিত মূল্যের অধিক দাম নেওয়া হচ্ছে।
এ পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আয়াত ওয়েল মিলকে তিন হাজার টাকা, কাউসার ট্রেডার্সকে তিন হাজার টাকা এবং সুরজিত স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী আর্থিক জরিমানা করে আদায় করা হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম বলেন, ‘‘অভিযুক্ত ৩ প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সাত হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’