বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন কুমার পাল এর পরলোক গমন
বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উপদেষ্টা, জেলার সুনামধন্য ঔষধ ব্যবসায়ী, জেলা শহরের ছাতিপট্টিস্থ জনপ্রিয় ফার্মেসী’র সত্ত্বাধিকারী, গীতাঞ্জলী ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন কুমার পাল (৭১) পরলোক গমন করেছেন (দিব্যান লোকান সগচ্ছতু)।
শারীরিক অসুস্থতা জনিত কারণে ঢাকাস্থ এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ নভেম্বর বিকাল ৪টা ৪৫ মিনিটে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ বিপুলসংখ্যক শুভাকাঙ্খী ও আত্মীয় রেখে গেছেন। রাতের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সর্বত্র কাঞ্চন কুমার পালের পরলোক গমনের সংবাদ ছড়িয়ে পড়লে ঔষধ ব্যবসায়ীসহ সকলের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মধ্যরাতে লাশবাহী এ্যাম্বুলেন্স যোগে জেলা সদরের বাস ভবনে প্রয়াতের মরদেহ পৌছায়। ভোরে মহাদেবপট্টিস্থ শীব মন্দিরে মরদেহ নিয়ে যাওয়া হলে সকলে শেষবার দেখার জন্য ভীড় জমায়। সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সদর মডেল থানার পুলিশ রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে।
মন্দিরে এবং মেড্ডা শ্মশানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন, বিভিন্ন রোড ঔষধ ব্যবসায়ী কমিটি, গীতাঞ্জলি ফোরাম ও গীতা সংঘের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে মেড্ডা শ্মশানে মরদেহের শেষকৃত্য দাহ সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ হাসান, সহ-সভাপতি মোঃ আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস, পিসভিশন সভাপতি এড. শেখ জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ খান পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মঙ্গল এবং মৃত্যু পরবর্তী শান্তি কামনা করেছেন।