Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্তৃপক্ষের সাথে মোকতাদির চৌধুরী এমপি’র মতবিনিময়

+100%-

গতকাল শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যালয়ে পৌর মেয়র নায়ার কবিরের সাথে আকস্মিক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এ সময় তিনি সাম্প্রতিক প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক জীবনে অভাবনীয় কষ্টের কথা উল্লেখ করে তিনি এসবের জন্য দায়ী দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে চিহ্নিত করে জবর দখলকৃত নালা ও খালগুলো অবৈধ দখল মুক্ত করে বৃষ্টি পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর মডের থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।






Shares