Main Menu

দ্বিগুণের বেশী লাভে ভাওচার না দিয়ে স্টেপের জুতা বিক্রি, ৬০০০ টাকা জরিমানা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় বিপণি-বিতানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। অভিযানকালে অতিরিক্ত মূল্য, বিক্রিত মাল ফেরত না দেওয়া ও প্রতারণার অভিযোগে জুতা বিক্রীর প্রতিষ্ঠান স্টেপকে জরিমানা করা হয়।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি জানান, ফরিদুল হুদা রোডে অবস্থিত স্টেপ নামক জুতার শো রুমে দেখা যায়, কাস্টমারদের কোনো ভাউচার প্রদান করা হয় না এবং বিভিন্ন জুতায় দ্বিগুণের বেশী লাভের চেষ্টা করা হচ্ছে।এছাড়া রমযান উপলক্ষে বিক্রিত পণ্য ফেরত বা পরিবর্তন হবে না এমন পোস্টার সাটানো হয়েছে যা ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ করে।প্রতিষ্ঠানটিকে ৬,০০০/- জরিমানা করা হয় এবং সংশোধনের জন্য সতর্ক করা হয়।






Shares