ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের উদ্যোগে ৫০০ মশারি বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ করার লক্ষ্যে ৫০০ মশারি বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে অসহায় জনসাধারনের মাঝে এসব মশারি বিতরণ করা হয়।
জেলা যুবলীগ সভাপতি শাহনূর ইসলামের সভাপতিত্বে মশারি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সহসভাপতি ও সাবেক মেয়র মো: হেলাল উদ্দিন। জেলা যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মো: হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া আদালতের পাবলিক প্রসিডিউটর অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন,জেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জগলু প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবতার কাজ একমাত্র আওয়ামীলীগ সরকারই করে। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আপনাদের জন্য মশারি দেয়া হচ্ছে। আমি সকলকে সাধুবাদ জানাই।